শুক্রবার ১১ই এপ্রিল, ২০২৫ ইং , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরী

সরকার বড়লোকদের প্রনোদনা দিচ্ছে রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ২৩ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গরিবদের নয় যারা বড়লোক সরকার তাদের জন্য প্রণোদনা দিচ্ছে। সেটা পাবে যারা ব্যবসায়ী, ব্যাংকের মালিক, গার্মেন্টসের মালিক তারা। বড় লোকেরা সব পাবে আর গরিব মানুষ ওরা মরে যাক,ওদের লাশ রাস্তার পড়ে থাক এটাই সরকারের নীতি। এভাবে চলতে পারে না। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শ্রীনগর উপজেলায় বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচীতে এসে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,সরকারী ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ আওয়ামী লীগ নেতাদের ঘরের ভেতর থেকে বের হচ্ছে। খাটের নীচে তেল পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতা, চেয়ারম্যান-মেম্বারদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রাণের চাল, ডাল, তেল পাওয়া যাচ্ছে। অথচ সারাদেশে ভয়ংকর ক্ষুধার হাহাকার চলছে। রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি ভিআইপিদের জন্য স্পেশাল হাসপাতাল বানানো হচ্ছে। করোনা হলে তাদের সেখানে চিকিৎসা দেয়া হবে। এটা সংবিধানের পরিপন্থি। আমরা বারবার বলেছি বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল মিলে মহামারী বিপদকে মোকাবেলা করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার শুনছে না। লুটপাট আর চুরির জন্যই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়না। করোনার মহামারী পরিস্থিতিতেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভয়াবহ শঙ্কার মধ্যে মানুষ জীবন যাপন করছে। অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেছে। কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিন্ম আয়ের মানুষ প্রচন্ড ক্ষুধা দারিদ্রতার মধ্যে জীবন যাপন করছে। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এরকম পরিস্থিতির জন্য যেরকম পদক্ষেপ নেওয়া দরকার ছিলো সরকার তা নেয়নি।এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকদ মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কানন, বিএনপি নেতা মোঃ আওলাদ হোসেন উজ্জ্বল,মোঃ আশরাফ হোসেন, মোঃ জসিম মোল্লা, ফজল মাদবর, ইস্রাফিল আলম, রিমন হোসেন, মতিউর রহমান মতিন, শহিদুল ইসলাম বাবু, সোহেল সানী, ওমর ফারুক বাবু, চঞ্চল, বাদশা, কলেজ ছাত্রদলের শিশির, ইমন প্রমুখ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ১১ই এপ্রিল, ২০২৫ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2025
M T W T F S S
« Jan    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম
error: Content is protected !!