চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
স্টাফ রিপোর্টার:অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক সাহাদাত পারভেজের মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘গণহত্যা বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সীগঞ্জ জেলা’। বইটি প্রকাশ করেছে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সুবর্ণ প্রকাশনীর ১৫৭-১৬০ নম্বর স্টলে। ১৬৪ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ২৪টি জেলার জরিপ গ্রন্থ প্রকাশ করেছে। মুন্সীগঞ্জের জরিপটি তাদের ২৩তম গ্রন্থ।প্রচলিত ধারণা মতে, মুন্সীগঞ্জ জেলায় ১৩টি গণহত্যার কথা জানা যায়। কিন্তু সাহাদাত পারভেজ দুই বছর ধরে ৩৬৭ বর্গমাইল আয়তনের মুন্সীগঞ্জের প্রায় প্রতিটি গ্রাম ঘুরে তথ্য সংগ্রহ করেন।তার অনুসন্ধানে বেড়িয়ে আসে অনেক নতুন তথ্য। এই গবেষণার মাধ্যমে ১৪৫টি গণহত্যা, ৬৫টি গণকবর, ৭টি বধ্যভূমি, ১৭টি নির্যাতন কেন্দ্রসহ মোট ২৩৪টি গণহত্যার নিদর্শন তুলে ধরা হয়। শহীদের তালিকার পাশাপাশি দালাল, রাজাকার ও শান্তিকমিটির সদস্যদের তালিকাও তুলে ধরা হয়েছে।মুন্সীগঞ্জের গণহত্যার বেশির ভাগই পূর্বপরিকল্পিত। এখানে মে মাসের শুরুতে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সৈন্যদের পাঠানো হয় মূলত গণহত্যা পরিচালনার জন্য। বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিনাশী দলিল।এই বই সম্পর্কে লেখক সাহাদাত পারভেজ বলেন, মুন্সীগঞ্জে আমার জন্ম। এর আলো-বাতাসে আমি বড় হয়েছি। মানুষের জন্মের একটা দায় থাকে। আমি এই দায়বদ্ধতা থেকে এ বিষয়ে লিখতে প্রাণিত হয়েছি। বিপন্ন মানুষের হৃদয়ের রক্তক্ষরণ তুলে আনা সহজ ব্যাপার নয়। গণহত্যা, খুন, নির্যাতন, অগ্নিসংযোগ, বলাৎকার, ধর্ষণ, ধর্ষণ-পরবর্তী দেশান্তরসহ সব ঘটনাপ্রবাহের নানা বিশ্লেষণ তুলে আনার কাজটা কঠিন। প্রাণপণ চেষ্টা করেছি মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধ তথা গণহত্যার একটা সামগ্রিক চিত্র তুলে ধরতে।সাহাদাত পারভেজ বর্তমানে দৈনিক দেশ রূপান্তরের ফটো এডিটর ও স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্ট্যাডিজ বিভাগের খন্ডকালীন শিক্ষক।তিনি ১৯৭৭ সালের ৮ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে জন্মগ্রহণ করেন। ‘গণহত্যা বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সীগঞ্জ জেলা’ লেখকের অষ্টম গ্রন্থ।এর আগে গবেষণাধর্মী গ্রন্থ গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য, গণহত্যা গজারিয়া : রক্ত, মৃত্যু মুক্তি, শেকড়ের খোঁজে, একটি বিদ্যালয় বৃত্তান্ত, শতবর্ষের পথিক (ফটো অ্যালবাম), যে ছবি হৃদয়ে আঁকা (কবিতা) ও চঞ্চল মাহমুদ : ক্যামেরার জাদুকর (সম্পাদনা) প্রকাশিত হয়।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম