চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ২৭ আগস্ট, ২০২০
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গৌরিপুরা গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত গাঙ্গুলী বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ জন আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে এক জন আসামীর জামিন মঞ্জুর করা হয়েছে। গত বুধবার (২৬ আগষ্ট) সিরাজদিখান আমলী আদালত-২ এ ওই মামলার এজাহার নামীয় ৬ জন আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী শেষে ৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।বাদী পক্ষেন আইনজীবি এডভোকেট অজয় চক্রবর্তি জানান, বুধবার বিবাদী পক্ষের ৬ জন আসামী আদালতে আত্নসমার্পন করে জামিন আবেন করলে বিজ্ঞ আদালত ৬ জনের মধ্যে ৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এক জনের জামিন মঞ্জুর করেন।জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, মামলার ১নং আসামী সিদ্দিক মোল্লা (৬০), ৩নং আসামী বিপ্লব মোল্লা, ৬নং আসামী সহিদুল ইসলাম, ৭ নং আসামী সোবাহান মাঝি, ৮ নং আসামী মোঃ অংকন মাঝি এবং জামিন প্রাপ্ত আসামী হলেন, মামলার ২নং আসামী মহিলা ইউপি সদস্য মোসাঃ রওশনারা বেগম (৫০)। এর আগে গত ১১ আগষ্ট মামলার ৪নং আসামী বিদ্যুৎ মোল্লা ও ৫ নং আসামী মোহাম্মদ আলী মোল্লাকে সিরাজদিখান থানা পুলি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম