মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটে নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার পাইনারচর গ্রামের গুচ্ছোগ্রাম এলাকায় ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইমরান খান, এসআই শাহিন আহম্মেদ নয়ন,এএসআই ইমরানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিরাজদিখান থানার মামলা নং- ১৬(০৫)২০২১ এর এজাহার নামীয় ৩ নং আসামী মো. পিন্টু (৪০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার বালুচর ইউনিয়নের পাইনারচর গ্রামের রুপচান মিয়ার ছেলে । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ ইমরান খান জানান,উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী, চান্দেরচর ও পাইনারচর এলাকায় অধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মারামারি, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিরাজদিখান থানায় একাধিক নিয়মিত মামলা রুজু হয়েছে। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। আসামি যেই হউক গ্রেফতার তাকে হতেই হবে এবং আইনের আওতায় আসতে হবে। এবিষয়ে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, পিন্টু নিয়মিত মামলার পলাতক আসামী। আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গুচ্ছোগ্রাম থেকে ভোরে তাকে গ্রেফতার করি। পিন্টুকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।