সিরাজদিখানে অবৈধ ড্রেজারে পাইপ অপসারণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩টি অবৈধ ড্রেজারে পাইপ লাইন অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান সড়কের উপরে অবৈধ ড্রেজারে পাইপ লাইন টানার কারণে পথচারীদের ভোগান্তি শিকার হওয়ায় এ অপসারণ করা হয়। সোমবার ২৭ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া গ্রামের রাস্তার উপর,বাচ্চু মেম্বার এর বাড়ীর সামনের রাস্তায় এবং মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের ছবিছন্দা সিনেমা হলের সামনের রাস্তার ড্রেজার পাইপ অপসারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ। প্রধান সড়কের উপর অবৈধভাবে টানা ড্রেজার পাইপ লাইনটি উচ্ছেদ করায় পথচারী ও এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জনগণের চলাচলের রাস্তা প্রতিবন্ধিকতার সৃষ্টি করে কিছু লোক অবৈধ ভাবে ড্রেজার ব্যবসা চালাচ্ছেন । সম্প্রতি রাস্তার উপড় ড্রেজার বসানোর কারনে কয়েকটি দুর্ঘটনার ঘচনা ও ঘটেছে । ইতিমধ্যে আমরা ৩টি জায়গা থেকে আনুমানিক ১ হাজার ফুট ড্রেজারের পাইপ অসাধারণ করেছি এবং ভবিষ্যতেও এরকম অভিযান অব্যহত থাকবে ।
Post Views:
৮৯৩