চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ১৯ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মান্নান খানের কাছ থেকে নগদ ৪ হাজার ৫শ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে দক্ষিন কুসুমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শিবলু (৩২) এর বিরুদ্ধে। গত ১৪ মে দুপুর অনুমান পৌনে ১টার দিকে কুসুমপুর বৌবাজার ব্রীজের উপরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মোহাম্মদ মান্নান খান বাদী হয়ে শিবলুকে বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী জানান, আমি ১৪ তারিখে বৌবাজার ব্রীজের উপরে দিয়ে যাচ্ছিলাম। তখন শিবলু আমার গতীরোধ করে আমার কাছে ত্রান চায়। আমি তাকে বলি সরকারী নিয়ম অনু্যায়ী ত্রান দেওয়া হচ্ছে। যারা গরীব তাদের কার্ড সাবমিট করেছি। তুমি যদি চাও তাহলে তোমার কার্ড দাও আমি ত্রানের ব্যবস্থা করে দিবো। একথা বলার পর সে চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্য করে কটু কথা ও গালিগালাজ করে। আমি তার কথার প্রতিবাদ করলে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আহত করে পকেট থেকে ৪ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ ব্যাপারে অভিযুক্ত শিবলুর মোবাইল ফোনে বারংবার ট্রাই করার পরও তিনি ফোন রিসিভ করেন নি। সিরাজদিখান থানার এস,আই মোঃ ইমরান জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম৷ ঘটনাস্থলের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি ঘটনাটা সত্য। পরে বিবাদীর বাড়ীতে যাওয়ার পর বিবাদী পালিয়ে যায়।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম