চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ১৮ আগস্ট, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের গৌরীপুরা গ্রামে বাবু সুদর্শন গাঙ্গুলীর বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় কোলা ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য বিরুদ্ধে বাবু সুদর্শন গাঙ্গুলীর ছেলে মিঠুন গাঙ্গুলী মিথ্যা অগ্নি সংযোগের মামলা করেছে বলে অভিযোগ উঠেছে ।
সরজমিনে যানাযায় ২০১৭ সালে গাঙ্গুলী পরিবারের ৮১ শতাংশ সম্পত্তি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মৃত মরন মাঝির ছেলে সোবহান মাঝি (৬০) ও তার মেয়ে জামাই দক্ষিন নন্দনকোনা গ্রামের সাইদুল ইসলামের (৪৫) নামে দুই জন সাক্ষীর উপস্থিতিতে আম মোক্তার নামা দলিল করে দেয় সম্পত্তিটির মালিক সূদর্শন গাঙ্গলী।সোবহান মাঝি ও সাইদুল ইসলাম জমি বিক্রয় করার জন্য খরিদ্দার খুজতে থাকে। রোওশনা বেগম জানতে পারেন যে, এই জমি বিক্রয় করা হবে। সে তার সাদিয়া পারভীন শ্রাবণীকে জমির কথা জানাল গত ১২-০৮-২০২০ইং তারিখে সাইদুল ইসলামের কারছ থেকে সাদিয়া পারভীন সাব কবলা দলিল মূলে আরএস খতিয়ান ১৪৯ও১৫৩নং দাগের ২৩ ও ৩৩ শতাংশ নাল জমি এবং আরএস ১৪৬নং দাগের ৩৩শতাং ভিটি মোট ৮১ জমির অর্ধেক ৪০.৫০শতাংশ জমি ক্রয় করে। যাহা উপজেলা সাব রেজিষ্টার অফিস হইতে সাব কবলা দলিল করিয়া নেয়।রওশন আরা বেগম বলেন আমি এলাকায় সুনামের সাথে ২২বছর যবৎ মেম্বারি করে আসছি। আমার সাথে গাঙ্গুলি পরিবারের কোন লেনদেন নেই। আমার মেয়ে জমি কেনায় তারা আমাকে ও আমার পরিবারকে হয়রনি করার উদ্দেশ্যে থানায় মিথ্যা মামলা করেছে। তারা মামলায় উল্লিখ করেছে যে আমি, আমার ছেলেরা ও আমার স্বামী তাদের বাড়িতে আগুন দিয়েছি। এটা একটা মিথ্যা অপবাদ। আমার দীর্ঘ দিনের সুনাম নষ্ট করার জন্য ও তাদের জমি নেওয়ার জন্য আমার উপর যুলুম করছে। ঔ রাতে আমরা কেহই বাড়ির বাইরে বের হইনি । আমাদের ফাসাতে নিজ ধর্মকেও ব্যবহার করছে এবং সংখ্য লঘু পরিবার বলে ফয়দা নেয়ার চেষ্টা করছে।এ বিষয়ে মিঠুন গাঙ্গুলী বলেন, আমাদের সম্পত্তি নিয়ে ঝামেলা এই জন্য আমরা একটা সংবাদ সম্মেলন করেছি এর পরের দিন রাতে আমাদের রান্না ঘরে আগুন লাগে। মহিল ইউপি সদস্য বা তার পরিবারের লোক আগুন দিয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কে বা কারা আগুন দিয়েছে আমরা তা দেখিনি।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম