এই শ্লোগানে মাদক, সন্ত্রাস,নারী নির্যাতন, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, জুয়া ও ডেঙ্গু জ্বর প্রতিরোধকল্পে হানাহানি মারামারি বন্ধের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উঠার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকলে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার ৮ আগষ্ট সন্ধ্যা ৭টায় উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন এর সভাপতিত্বে উঠার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিট অফিসার এসআই দেওয়ান রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা আলী আকবর,বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল হাসেম,বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শহিদ বাউল,বালুচর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি হোসেন আলী ভান্ডারী সহ বালুচর ইউনিয়ন পরিষদের সকল সদস্য,ইমাম শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।