চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ২৬ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে ইমামত তরীকত আওলাদে রাসুল মহিউল কুলুব মাহবুবে রহমানি হযরত শাহ সূফী সৈয়দ মাওলানা আমজাদ আলী আল হাসানী আল ক্বদমী (র:) এর ১১১ তম বার্ষিক পবিত্র ওফাত শরীফ পালন করা হয়। উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার দরবারে শাহে ক্বদমী পাউসার শরীফে বুধবার দিন ব্যাপী যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করা হয়। যোহর নামাজের পর জিকির মিলাদ ও বিশেষ দোয়া ও রাতে মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়। দরবারে শাহে ক্বদমী বংশধর গণ, খাদেমদ ও মুরিদানগণ জিকির ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। দেশের বর্তমান পরিস্থিতির অবস্থা বিবেচনা করে এবছর সংক্ষিপ্ত আকারে পালন করা হয়।আওলাদে রাসুল শাহ সূফী সৈয়দ মাওলানা আ.হ.ম.মাহবুব উল্লাহ আল হাসানী আল ক্বদমী সভাপতিত্বে বিশ্বের সকল মানুষের জন্য শান্তি কামনা ও মহামারী করোনা থেকে মুক্তির জন্য দোয়া মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম