চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ২ জুলাই, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. শাহ জালাল সামাজিক দুরত্ব না মেনে মাস্ক ছাড়া চালিয়ে যাচ্ছে কোচিং বানিজ্য। সরেজমিনে দেখাগেছে, বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ জালাল তার বাড়ির পাশে একটি কোচিং সেন্টার খুলে সেখানে কোন ধরনের সামাজিক দুরত্ব না মেনে ও সরকারী নিয়ম নিতির তোয়াক্কা না করেই অবাধে চালিয়ে যাচ্ছে কোচিং বানিজ্য। সেখানে পড়ানো হচ্ছে বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীদের। তবে শিক্ষকসহ অধিকাংশ শিক্ষার্থীই কোন মাস্ক ও গøাবস ব্যবহার করছেনা। দেখাযায় এক বঞ্চে একাধিক শিক্ষার্থী গাদাগাদি করে বসে আছে। সেখানে সকাল ৮টা থেকে পড়ানো শুরু হয় ৮ম শ্রেনির শিক্ষার্থীদের ও সকাল ৯টা থেকে পড়ানো হয় ১০ম শ্রেণির শিক্ষার্থীদের। বয়রাগাদি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী শামিম বলেন, আমরা করোনার আগে স্যারের কাছে এক ব্যাচে ২০জন পরতাম আর এখন আমাদের ব্যাচে ৬জন পরি। এ বিষয়ে বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহাজালাল কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন তেমন ছাত্রছাত্রি পড়াইন করোনা পরিস্থিতির আগে আমি ১শতাধিক ছাত্র ছাত্রী পড়াতাম। এখন যাদের পড়াই তারা আমার বাড়ির মানুষ ও আত্মিয়স্বজন। বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মো. সেন্টু মিয়া বলেন, করোনার কারেনে আমি বাড়ি থেকে বের হইনি। তবে কোচিং করানোর বিষয়ে আমি জানতে পেয়ে খোঁজ নিয়ে দেখেছি সে তার বাড়ির দৈনিক তিন-চার জন ছাত্র পরায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই করোনা পরিস্থিতিতে সরকারের নীতিমালা বা সরকারী বিধানের বাইরে কোন কাজই করা জাবেনা। যদি কোন শিক্ষক এমন কাজ করে তাহলে আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম