সিরাজদিখানে নুরজাহান বেগম (৩৭) নামের এক গৃহবধূ ৮ দিন যাবত নিখোঁজ রয়েছেন। সে উপজেলার মালখানগর গ্রামের মো. বাবুল এর স্ত্রী ও ৩ পূত্র সন্তানের জননী। গত ২২ জুলাই বিকালে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। স্বজনরা সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে সিরাজদিখান থানার স্বরনাপন্ন হয়েছেন। এ ব্যাপারে স্বামী মো. বাবুল জানান, ঈদের পরদিন বিকালে বাড়ি থেকে কিছু না বলে কোথাও চলে যায়। এর পর খুজে ৮ দিনে না পেয়ে, থানায় অবগত করি। থানার অফিসার ফোন দিলে কিছু কথা বলে নাম্বারটি বন্ধ করে দেয়। আমার ধারণা সে কোন পাচার কারির খপ্পরে পরেছে। কারণ আমি তার মোবাইলে ফোন দিলে কিছু বলতে না বলতেই ফোন জোর করে কেউ নিয়ে নেয়। এমনটা অনুভব করতে পেরেছি। আমি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাই। করোনার লক ডাউনে কাজ বন্ধ। সংসার চালাতে কষ্ট হচ্ছে। এ নিয়ে স্ত্রীথর সাথে মনোমালিন্যতা হয়েছে। কেউ সন্ধান পেলে সিরাজদিখান থানায় বা মালখানগর ইউনিয়ন পরিষদে জানালে কৃতজ্ঞ থাকব। সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক অপারেশন কামরুজ্জামান জানান, নুরজাহানকে ফোনে পেয়েছি। তাকে আসতে বলেছি। সে জানিয়েছে আসবে না। কেন আসবে না জিজ্ঞেস করলে বলে তার স্বামীর নিকট জানতে। এর আগেও নাকি সে একবার গিয়েছিলো। ধারণা সে দুরে যায়নি কাছাকাছি আছে। যাদের কথা শুনবে তাদের দিয়ে ফোন করালে হয়তো ফিরে আসবে। #