সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদীর মৃত আরজ আলী দেওয়ানের ছেলে মো.জায়েদ হোসেন দেওয়ানের বিরুদ্ধে জোরপূর্বক মো. তারা মিয়ার জমি দখদের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো.তারা মিয়া সিরাজদিখান থানাধীন পশ্চিম শিয়ালদি মৌজার আর এস ৪৪২ খতিয়ানের ৫৭০,৫৭১ দাগের নাল জমির ২৯ শতাংশের ৩.২৬ শতাংশ পত্রিক সূত্রে মালিক এবং ভোগদখল করে আসছে।
মো. জায়েদ হোসেন দেওয়ান জোর পূর্বক ভাবে দখল করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। গত ১৬ শে অক্টোবর সকাল ৭ টার সময় বিবাদী লোকজন নিয়ে প্রবেশ করে দখল করতে আসে। আমি বাধা দিলে আমাকে বিভিন্ন ধরনের ন্হমকি দেয় এবং বলে জানে মেরে ফেলবো।
ভুক্তভোগী মো. তারা মিয়া বলেন, গত শনিবার ১৬ অক্টোবর সকাল ৭টায় আমার পত্রিক জমিতে জোরপূর্বক দখল করে ঘর তৈরি করার জন্য লোকজন নিয়া আসে। আমি বাধা দিলে আমাকে মারধর করতে আসলে এলাকার লোকজন আসলে আমাকে হুমকি ধমকি দেয়। থানায় অভিযোগ করলেও এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।
অভিযুক্ত জায়েদ হোসেন দেওয়ান বলেন, আমি ১৯৮৭ সালে জমিটি ক্রয় করি। এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। ক্রয়কৃত জায়গায় আমার বাড়ী, গাড়ীর গ্রেজ ও চারপাশে সীমানা প্রচিরসহ এখন পর্যন্ত ভোগদখলে আছি। তারা আদালতের একটি রায় পায় আমি সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করছি। বিচার চলমান রয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থ নেওয়া হবে।