চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ২৩ নভেম্বর, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান কাজে ব্যাপক নিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ প্রকৌশলীর অবহেলার ও নিরবতার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করছে। যার কারণে ওই কাজের গুনগত মান ও স্থায়ীত্ব নিয়েও নানা প্রশ্ন তুলছেন তারা। সূত্রে যানাযায়, ২০২০-২০২১ অর্থ বছরে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার ০২নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন করতে ড্রেন নির্মাণ কাজ হাতে নেয়া হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অধিনে এই কাজে বরাদ্দ প্রায় সাতাস লক্ষ টাকা। যার দৈর্ঘ্য মাত্র ২২০ মিটার এবং প্রস্ত ৩ফুট ও ৬ইঞ্চির ঢালাই। ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্স এই ড্রেন নির্মাণ কাজটি করছেন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদাদি প্রতিষ্ঠান ও প্রকৌশলি এলাকার গরিব লোকের ঘর ভাংলেও বিত্তশালীদের কাছে টাকা নিয়ে তদের বাড়ির বাহিরে দেয়ালও ভাঙ্গেনি কিন্তু সরকারী পিচ ঢালাই রাস্তা কেটে রাস্তা ছোট করেছে। রাতের আধারে বেকু মেশিন দিয়ে রাস্তার পিচ ও মাটি কেটেছে তারা। ময়লা ও মাটি ভালভাবে পরিস্কার নাকরেই দিচ্ছে ঢালাই। কোথাও তারা প্রস্থে দিচ্ছে ৩ফুট আবার কোথাও দিচ্ছে ২ফুট ঢালাই কোথাও দিচ্ছে ৬ইঞ্চির আবার কোথাও দিচ্ছে ৩ইঞ্চির তাদের যা ইচ্ছে হচ্ছে তাই করছে। ঠিকাদার ও ইঞ্জিনিয়ার টাকা খেয়ে বিত্তশালীদের যায়গা বাচিয়ে সরকারী রাস্তা কেটে ছোট করছে। স্থানীয় আলীনেওয়জ বলেন, আমাদের এলাকায় একটি সরকারী খাদ্য গুদাম রয়েছে সেখানে প্রতিনিয়তই বড় বড় ট্রাক আসে ড্রেনের কারনে রাস্তা কেটে ছোট করছে ঠিকাদার এতে উপকারের চেয়ে সমস্যাই বেশি তৈরি হবে। তারা ড্রেনের ওয়ালের পাশে বালুর বদলে মাটি দিয়েই ভরাট করছে তাতে ওয়াল দ্রুত ডেমেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী বলেন, এই প্রজেক্ট টা আমার দেওয়া না এটা এমপি সাহেবর প্রজেক্ট তারা আমাকে এখানে সম্পৃক্ত করেনি এবং আমার কোন মতামত ও নেয়নি। তবে তাদের কাজের অনেক অনিয়ম আমি রাস্তাদিয়ে জাওয়া-আসার সময় দেখেছি আর তাদের কাজের মান নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। ঠিকাদার মোঃ নাদিম বলেন, আমাদের কাজে কোন অনিয়ম নেই আমরা উপজেলা প্রকৌশলির নির্দেশনা ও লে-আউট মেনেই সব কাজ করছি। আমাদের সাব কন্টাকটর একটি দেয়ালের পাশে আমাদের না জানিয়েই কিছু অংশ ডালাই দিয়েছে এখন ওয়ালের সাইডের কাজ কাজ বন্ধ আছে। আমরা উপজেলা প্রকৌশলির সিদ্ধান্ত পেলেই ওয়ালের সাইডের কাজটি করব আর কারেন্টের খুটি গুলো সরানোর ব্যাপারে পল্লিবিদ্যুতের সাথে হয়েছে কয়েকদিনের মধ্যেই খুটি তারা সরিয়ে দিবে। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মোকারম হোসেন বলেন, আমাদের নির্দেশ অমান্য করেই ঠিকাদার ওয়ালের সাইডির বেজ ঢালাই দিয়েছে। এখন সেখানে কাজ বন্ধ রয়েছে ওয়াল ভাঙ্গার পরেই সেখানে কাজ করা হবে। ওয়াল ভাংগার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম