মুন্সিগঞ্জের সিরাজদিখানে সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকারদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছনিম আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ডা.হাসান আলী,উপজেলা (এলজিইডি) প্রকৌশলী শোয়াইব বীন আজাদ, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রানী নাগসহ উপজেলার বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।