চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ২৭ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখনে সরকারি ত্রান ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টয় উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ থেকে ৫০জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী ও ২১টি পরিবারের মাঝে শিশু খাদ্য (দুধ) বিতরণ করেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উনিয়ন ত্রান মনিটরিং কমিটর আহবায়ক মো. বেলায়েত হোসেন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। এছাড়াও দুপুর ১২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ থেকে ৫০জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও ৪২টি পরিবারের মাঝে শিশু খাদ্য (দুধ) বিতরণ করেন ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন জাতিয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, ইছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুমন মিয়াসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম