চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ৯ মে, ২০২২
গত শনিবার দিবাগত রাত উপজেলার বালুচর ইউনিয়নর খাসকাদি গ্রামে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার বিরাধ নিয় দুই পক্ষের মধ্য সংঘর্ষর ঘটনায় গতকাল সামবার খাসকাদি,পানিয়ারচর,চান্দের চর গ্রামে অভিযান চালিয় ২৯ জনকে আটক করেছে থানা পুলিশ । এ সময় প্রায় ৬ শতাধিক টেটা উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বালুচর ইউনিয়নর খাসকাদি,চরপানিয়া,চাদর চর এই তিনটি এলাকায় প্রায় ২০ টিরও বেশি হাউজিং কাম্পানী আছে । এসব হাউজিং কাম্পানীর জমি ক্রয়-বিক্রয়,মাটি ভরাটের টাকা ভাগবাটায়ারা ও আধিপত্য বিস্তার নিয় বিরাধ দীর্ঘদিনের । সম্প্রতি নিরাপদ সিটি হাউজিং কাম্পানী নিয়ে বাতেন ও কামিজুদ্দিন কামু গ্রুপর মধ্য বিরাধ দেখা দিল গত শনিবার রাত সাড় ১০ টায় দু’পক্ষর মধ্য সংঘর্ষ ও বাড়ীঘর ভাঙচুরর ঘটনা ঘটে । এ ঘটনায় উভয় পক্ষর ২ টি মামলা হয়েছে । গতকাল সোমবার ভোরে পুলিশ খাসকাদি,পানিয়ারচর,চাদরচর এলাকায় অভিযান চালিয় আব্দুল বাতনসহ ২৯ জনকে আটক করে । অভিযানে আব্দুল বাতেন বাড়ীসহ কয়েকটি বাড়ীতে থাকা প্রায় ৬শতাধিক টেটা উদ্ধার করে পুলিশ ।
সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কল)রাশদুল ইসলাম জানান,জমিজমা ও আধিপত্য বিস্তার নিয় বিরাধ দীর্ঘদিনের । গত শনিবারর ঘটনায় ২ টি মামলা হয়েছে আরো একটি মামলা প্রক্রিয়া ধীন । আটককৃত দের যাচাই-বাছাই চলছে । জড়িতদের বিরুদ্ধ আইনগত ব্যবস্া নওয়া হব । নিদার্ষদর ছেড়ে দেওয়া হবে । #
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম