চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, ১২ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ সিরাজদিখান উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে হঠাৎ ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির দিশীয় মাছের দেখা মিলেছে।গতকাল সোমবার সকাল থেকে বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রাম বিধৌত ধলেশ্বরী নদীর পারে ছিলো শত শত উৎসুক জনগণের উপচেপরা ভিড়। কেউ মাছ ধরছে কেউ নদীর পারে দাঁড়িয়ে নদীতে নারী পুরুষের মাছ ধরা দেখেছে।সরেজমিনে গিয়ে দেখা যায় শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরছে কেউ পানিতে হাত ডুবিয়ে কেউ কেউ আবার মাছ ধরছে ঝাঁকিজাল পাইন জাল মইয়া জাল দিয়ে। মাছ ধরতে আসা একেকজন ১ হাজার টাকার উপরে মাছ ধরেছে। সবমিলিয়ে প্রায় লাখ টাকারও বেশী মূল্যের মাছ ধরা হয়েছে বলে জানান এক মাছ বিক্রেতা।বড় বড় টেংরা চিংড়ি বাইম পুঁটি বাঘাইর আইড় চাপিলা কাতলা সরপুঁটি সহ অন্যান্য আরো অনেক ধরনের মাছ ধলেশ্বরী নদীর কিনারায় ভেসে উঠায় স্থানীয় এলাকার গরীব দুঃখী মানুষের চোখে মুখে ছিলো আনন্দের ছাপ।যারা দেশীয় এই মূল্যবান মাছ ক্রয় করতে পারেনা তারা এক কেজি থেকে শুরু করে একেকজন ৫ কেজি পর্যন্ত মাছ ধরেছে। সিরাজদিখান উপজেলার মৎস অফিস সূত্রে জানাযায় ধলেশ্বরী নদীর মাছ অন্যান্য নদীর মাছের তুলনায় সুস্বাদু এবং মূল্যে অনেক দামি।তবে হঠাৎ করে এভাবে নদীর কিনারে মাছ ভেসে উঠার ঘটনা বিরল।উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা যুধিষ্ঠি রঞ্জন পাল বলেন,হঠাৎ করে ধলেশ্বরী নদীর মাছ জীবিত অবস্থায় কিনারায় ভেসে উঠা মানে পানিতে পচন জাতীয় কিছু একটা হয়েছে যার কারন মাছের এই ভেসে উঠা।যেখানটায় মাছ ধরা দিয়েছে সেখানের আশেপাশে যেহেতু কোন কল কাড়খানার ব্রজ নিষ্কাশনের আশঙ্কা নেই তাহলে কেন এমন হলো সেটাই দেখার বিষয়।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম