সিরাজদিখানে পবিত্র কুরআন শরিফ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ৪ নভেম্বর, ২০২১
সিরাজদিখানে পবিত্র কুরআন শরিফ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুচরে মাদীনাতুল উলুম ক্বওমী মাদরাসার কুরআন শরিফ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদরাসার মোহতামিম মুফতী সারওয়ার হোসাইন বিক্রমপুরীর আয়োজনে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা সংলগ্ন মাদীনাতুল উলুম ক্বওমী মাদরাসার সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে মাদরাসার নায়েবে মোহতামিম মাসুম বিল্লা এর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপমহাদেশের প্রসিদ্ধ বিদ্যাপিট দারুল উলুম মাদনি নগর মাদরাসার স্বনামধন্য মোহতামিম মুফতী ফয়জুল্লাহ দা.বা. শায়খুল হাদীস মাদানি নগর মাদরাসা এর উপস্থিতিতে ২৭ জন কুরআন শরিফ সবক ১১ জন হিফজ সবক গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুফতী হুসাইন আহমেদ কাসেমী,হাফেজ মাওলানা মুফতী মুহাম্মদ ইমরান বিন আওলাদ, মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবল কালীনগর আ: রব,সিরাজ দিখান উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আফজাল হোসাইন, অত্র মাদরাসার সকল ওস্তাদ সহ ছাত্রদের অভিভাবক গন।