সিরাজদিখানে পাওনা টাকা না পেয়ে কান ছিরে নিল কুড়া ব্যবসায়ি
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ২৭ জুলাই, ২০২১
সিরাজদিখানে পাওনা টাকা না পেয়ে কান ছিরে নিল কুড়া ব্যবসায়ি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরজদিখানে পাওনা টাকা দিতে না পারায় মো. সুমন দেওয়ান(৩৫) নামে এক যুবকের কান কামরে ছিরে নিল পাওনাদার কুরা ব্যবসায়ি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সিরাজদিখান বাজারে। এসময় স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয় ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব আবির পাড়া গ্রামের কুদ্দুল মোল্লার ছেলে আউয়াল মোল্লাহ একই গ্রামের সাবেদ দেওয়ানের ছেলে সুমনের কাছে কাছে ২হাজার টাকা পেত। আজ সকালে সুমন কুড়া ভুষি কিনতে আউয়ালের দোকানে গেলে সে পূর্বের পাওনা ২হাজার টাকা চায়। সুমন সে টাকা এখন দিতে পারবেনা বলে। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা লেগে যায়। বাকবিতন্ডার এক পার্যায়ে আউয়াল ক্ষিপ্ত হয়ে সমনের কান কামরে ছিরে ফেলে দেয়।
সুমন দেওয়ানের পিতা সাবেদ দেওয়ান বলেন, আমার ছেলে সকালে আউয়ালের দোকানে কুড়া ভূষি আনতে গেছিল। আউয়াল বাকীতে আনা কুরার পাওনা টকার জন্য আমার ছেলের কানটা কমর দিয়ে ছিরে ফেলেছ। আমি তাকে বলেছিলাম আমার একটা গরু বিক্রি করে তার পাওনা ২হাজার টাকা দিয়ে দিব।
সিরাজদিখান থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এবিষয়ে এখনো কেও কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#