চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ১৬ জুন, ২০২০
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২১ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভের খবর পাওয়া গেছে এছাড়া ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত কয়েকদিনের পাঠানো নমুনার রিপোর্টে ২১ জনের করোনা পজিটিভ ধরা পরেছে বলে মঙ্গলবার ১৬ জুন দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,এসি ল্যান্ড অফিসে (৪০) পূর্ব শিয়ালদীতে (৪০) রাজনগরে (৪৮) ব্র্যাক অফিসের (২৬) ইসি অফিসের (৩১) (৩৪)তাজপুরে (৫০) ইসাপুরায় (৪০) গোইয়াল খালিতে (১৪) (৬) (৩৫) কাঠালতলী জোছারে (৪ ৮) ইসাপুরায় (৫৫) হাসরা হাইওয়ে থানা এসআই (৫০) (৩২) (৩২) চর বয়রাগাদির (৩৫) তাজপুরে (৪১) সিরাজদিখান থানার এএসআই (৩৮) ফেগুনাসেরের (৫৫) রাজদিয়ার (৭০)এনিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২৫৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৭৭ জন, আর মৃত্যু হয়েছে ৫ জনের ।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম