সিরাজদিখানে পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তি ঘরের আড়ার সাথে গলায় লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ২৯ জুলাই সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে সিরাজদিখান থানা পুলিশ। নিহত আব্দুল হালিম উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের মৃত ইসমাঈল মাষ্টারে ছেলে এবং সে দীর্ঘদিন ধরে বালুচর বাজার বস্ত্র মালিক সমিতির সভাপতি মোলকে আলমের স্বর্নালী ড্রেস মেকার নামের পোষাক তৈরীর কারখানায় কাজ করে আসছিলো। বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন জানান, কারখানার মালিক মোলকে আলম সকাল ৯টার দিকে এবিষয়ে আমাকে জানালে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি আব্দুল হালিম কারখানায় গলায় ফাঁস দিয়ে কারখানার আড়ার সাথে ঝুলে আছে। আমি সাথে সাথেই সিরাজদিখান থানা পুলিশকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Post Views:
৭১৭