চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ২২ জুন, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবেশির লোহার আংটা যুক্ত লাঠির আঘাতে ছাত্রলীগ নেতার মাথা ফেটে ১১টি সেলাই পরেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ইছপুরা ইউনিয়নের কুসুম গ্রামের চৌধুরী বাড়িতে উপজেলা ছাত্রলীগ নেতা লিপু চৌধুরীর মাথা ফাটান প্রতিবেশী তারা চৌধুরী।এলাকাবাসী ও অভিযোগ সূত্রে যানাযায়, লিপু চৌধুরীর স্ত্রী লিজা চৌধুরীর সাথে তার শাশুরির ঝগড়া কে কেন্দ্র করে প্রতিবেশী মমতাজ বেগমর সাথে সম্প্রতি একটি কথা কাটাকাটি হয়। যার ফলে আজ দুপুরে মমতাজ বেগম ও তার সাশুরি লিপু চৌধুরির বাড়ির পাশে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও লিজা চৌধুরীকে মারতে আসলে স্বামী লিপুকে জানালে লিপু সেখানে উপস্থিত হয়। মমতাজ বেগমের সাথে কথা কাটাকাটির মাঝে তারা চৌধুরী উপস্থিত হয় এবং অতর্কিত ভাবে লিপু চৌধুরীর মাথায় আঘাত করে তাতে লিপুর মাথা ফেটে যায় ও মাথায় ১১টি সেলাই পরে।এবিষয়ে লিপু চৌধুরী বলেন, আমার সাথে তারা চৌধুরীর কোন শত্রুতা নেই আমার সাথে ও আমার স্ত্রীর সাথে মমতাজ বেগমের কথা কাটাকাটি চলছিল পেছন থেকে তারা চৌধুরী এসে আমার মাথায় ও ঘাতে অনেক গুলো বারি দেয় তখন এলাকাবাসী আমাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়।এবিষয়ে তারা চৌধুরী বলেন, লিপু ও তার স্ত্রী চুলোচুলি করছিল আমি সেখানে উপস্থিত ছিলাম তবে কে লিপুর মাথা ফাটিয়েছে আমি তা দেখি নাই।এবিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম