চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ৯ অক্টোবর, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রবাসী ছাত্রদের সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন মসজিদে সিলিং ফ্যান ও মাদ্রাসায় অনুদান প্রদান করা হয়েছে। আজ শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বেশ কিছু গ্রামের গরিব অসহায় দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। করোনা কালীন সময় সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে যাওয়ায় যেখানে খেয়ে পড়ে বেঁচে থাকাই দুস্কর, সেখানে চিকিৎসা ব্যয় বহন করা অনেকের জন্য কষ্টদায়ক। এই পরিস্থিতি অনুধাবন করে এগিয়ে এলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রবাসী ছাত্ররা। প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। মোঃ ইউসুফ শেখর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রবাসী, ছাত্র-ছাত্রী ও চিকিৎসা নিতে আসা সর্ব শ্রেনির সাধারণ মানুষ। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা কার্যক্রম চলে। বিভিন্ন রোগের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সারাদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। রোগীদের মাঝে কিছু কিছু ঔষধ ও প্রদান করা হয়। সকালে উদ্বোধন এর সময় ছাতিয়ানতলী দারুল উলুম কাওমি মাদ্রাসাকে ১ লক্ষ টাকা ও ৫ টি মসজিদে সিলিং ফ্যান প্রদান করা হয়। প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী আল আমিন বলেন, সমাজের প্রান্তিক বা সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা এবং মানবিক সহয়তা করাই প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মূল উদ্দেশ্য। মানবতাই আমাদের মূল লক্ষ। সেই লক্ষ্য নিয়েই আমরা কিছু করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে মানব কল্যাণের ব্রত নিয়ে ২০১৮ এ গঠিত প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন এলাকার যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে আসছেন। করোনা কালীন সময় তারা কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও বিভিন্ন সময় গরিব অসুস্থ মানুষের চিকিৎসা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম