শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ ইং , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

সিরাজদিখানে ফসলি জমির ওপর দিয়ে রাস্তা নির্মান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে কৃষকদের জিম্মি করে ফসলি জমির ক্ষতি করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ফলে কমে আসছে আবাদি জমির পরিমাণ আর কৃষক হারাচ্ছে তাদের পৈত্রিক জমি। এ অবস্থায় ইউপি সদস্য রুপা মেম্বারের বাড়ি হতে তাজপুর বাগতলা পর্যন্ত প্রকল্পের নতুন রাস্তা করার জন্য আশ-পাশের কৃষকদের আবাদী জমির ফসল মারিয়ে গর্ত করে মাটি নেয়ার অভিযোগ দৃশ্যমান। গতকাল মঙ্গলবার সকালে ভুক্তভোগী কৃষকরা সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করে রাস্তা নির্মাণ বন্ধ করতে বলেন। তাজপুর গ্রামের জাহিদ শেখের ছেলে আলু চাষী শেখ সাজাহান সাজু,সমরেশ নাথ,শেখ রমজান,বিপ্লব হাওলাদার ফসলি জমির ক্ষতি করে রাস্তা নির্মাণ করায় বাধা দেওয়ায় এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে। সরজমিন গিয়ে জানা যায়, রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর ২ নং ওয়ার্ডে প্রভাবশালীরা দক্ষিন পাশে একটি পাকা রাস্তা থাকা সত্বেও ব্যক্তিগত স্বার্থে রাস্তা নির্মাণের জন্য অনেক দিন ধরে পাঁয়তারা করে আসছে। উত্তর তাজপুর গ্রামের সাধারণ কৃষকগণ ফসলি জমির ফসল ক্ষতি করে যাতে রাস্তা নির্মাণ করতে না পারে এ জন্য সোচ্চার ছিলেন আবাদকারী কৃষকগণ। মঙ্গলবার ভোরবেলা থেকে প্রভাবশালীরা তাজপুর বাগবাড়ি রাস্তার সংযোগ করার জন্য মাটিকাটার যন্ত্র ভেকু দিয়ে আলু ও কফি,সরিষার জমি কেটে রাস্তা নির্মাণ শুরু করে। কৃষকরা তাদের ফসলি জমি কেটে রাস্তাার নির্মাণের খবর পেয়ে সকালে কৃষকরা স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অপিসারের নিকট লিখিত অভিযোগ করলে প্রশাসন গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। এ ব্যাপারে এলাকার হাজী জাহিদ শেকের ছেলে শেখ সাজাহান সাচ্চু বলেন, গ্রামের মধ্যে দিয়ে কয়েকটি রাস্তা থাকার পরও রুপা মেম্বারের বাড়ির ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য অনেক দিন চেষ্টা চালাচ্ছে। আমাদের কয়েক লাখ টাকার ফসল নষ্ট করে রাস্তা নির্মাণ করতে চাচ্ছেন। তাদেরকে মাটি কাটা বন্ধ করার জন্য আমরা গেলে আমাদেরকে ভয় দেখিয়ে জিম্মি করে ফসলি জমির ওপর দিয়ে রাস্তার করার চেষ্টা করে। রাতে থানায় গিয়ে খবর দিলে পুলিশ এসে তা বন্ধ করতে বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, আবাদি জমির উপরিভাগের ১৫ সেন্টিমিটার গভীর পর্যন্ত মাটি বেশি উর্বর হয়। ফলে উপরিভাগের মাটি কেটে নিলে উর্বরা শক্তি কমে যায় এবং ফসলের ক্ষতি হয়। তাই আবাদি জমির ক্ষতি করে এমন ধরনের রাস্তা নির্মাণ করা ঠিক নয়। এ ব্যাপারে রাস্তা নির্মান প্রকল্পের সভাপতি রশুনিয়া ২ নং ওয়ার্ড সদস্য মোমরেজ শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে রাস্তা নির্মানের পূর্বে সকলে মত দিয়ে ছিলেন এখন কেন বাধা দিচ্ছে তা আমি বুঝতে পারছি না। সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ফরিদউদ্দিন বলেন, ফসলি জমির মাটি কাটায় কৃষকদের অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশে পাঠিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার বলেন,কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি পি আইওকে বলেছি কৃষকের ক্ষতি হলে রাস্তা নির্মান কাজ বন্ধ থাকবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

November 2024
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা শিরোনাম মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শিরোনাম টঙ্গীবাড়ী আওয়ামীলীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।। দুই কমিটির সভাপতি বারেক মানেন না নতুন কমিটি শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত
error: Content is protected !!