চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল ১৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার তাজপুর কবরস্থান ও ঈদগাঁহ কমিটির উদ্যোগে ১৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাজপুর ও দানিয়াপাড়া গ্রামবাসীর আয়োজনে উপজেলার তাজপুর কবরস্থান সংলগ্ন ঈদগাঁহ মাঠে বিকাল ৪ টা থেকে গভীর রাত পর্যন্ত এ ওয়াজ ও দোয়া মাহফিল চলে। পীরে কামেল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা আফজাল আহমেদ জৈনপুরির সভাপতিত্বে ও তাজপুর কবরস্থান ও ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় মাহফিলে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার হেড মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আব বক্কর সিদ্দিকী, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মো. বদরুজ্জামান রিয়াদ, খিদিরপাড়া দারুল উলূম মাদরাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী। এসময় উপস্থিত ছিলেন, তাজপুর কবরস্থান ও ঈদগাঁহ কমিটির সভাপতি মো. আল ইসলাম বেপারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার ধর্মপ্রান মুসল্লিগণ। মাহফিল পরিচালনায় ছিলেন, মাওলানা মোহাম্মদ মোরসালিন ঢালী ও মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম