মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাড়ির উঠোন থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। এ বিষয়ে আজ সোমবার সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
মোটর বাইক মালিক ও অভিযোগসূত্রে জানাযায়, গতকাল রবিবার ২৩ এপ্রিল রাত ১১ টার দিকে নেওয়াজ মোল্লা (৫৫) তার নিজ বাড়ির আঙিনায় ইয়ামাহা ফেজার মটর সাইকেল যাহার রেজিষ্ট্রিশন নং ঢাকা মেট্রো ল-২৮-১০৩৬ মোটরসাইকেলটি প্রতিদিনের ন্যায় তালা দিয়ে রাখে। রাত ৩টার দিকে ঘরের বাহিরে আসে দেখে সেখানে মটর সাইকেলটি নেই। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। বাড়িতে থাকা সিসি ক্যামেরা তে দেখা যায় একটি স্টোর মোটরসাইকেলটি উঠোন থেকে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুল হক বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।