চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ১ নভেম্বর, ২০২০
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে ইদুঁর মারার ঔষধ (বিষ) খেয়ে সাব্বির নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক একজনসহ আরো ৩ শিশুকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাব্বির ফুরশাইল গ্রামের রিয়াজের ছেলে, তার ৫ বছরের আরেক ছেলে রাব্বিকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পাঠানো হয়েছে একই গ্রামের চান্দু শেখের ৫ বছরের ছেলে সিফাত ও ইমন মিয়ার সাড়ে ৩ বছরের ছেলে কাওসারকে। কাউসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানাযায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা জানায়, দুপুর একটার দিকে বাড়ির পাশে বাগানে শিশুরা খেলা করছিলো। কখন যে বিষ খেয়েছে বা কোথা থেকে পেয়েছে কেউ জানেনা। বাড়িতে এসে শিশুরা কাপছে, কথা বলতে না পারায় মা ভেবেছে ওরা ভয় পেয়েছে। পরে শারিরিক অবস্থা অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দেরী হলে একজন মারা যায়। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকা রেফার করে। ওদের সবার বাড়ি পাশাপাশি। এখানে ওড়া ২০/২২ বছর ধরে ভাড়া বাড়িতে থাকে। ওদের সকলের বাড়ি ছিল ভোলা জেলার ভোলা থানার রামদাসপুর গ্রামে। সিরাজদিখান থানা পুলিশ খবর পেয়ে বিকাল ৫ টার দিকে ঘটনাস্থলে এসেছেন। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায় তদন্ত শেষে জানানো হবে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম