মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়ন লক্ষ্যে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে জরিমানা করা হয়েছে।রোববার ১ আগষ্ট বিকালে উপজেলার নয়াগাঁও বাজার,রামকৃষ্ণদী,পাথরঘাটা, কুচিয়ামোড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের বৈশ্বিক করোনা মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক ব্যবহারের গুরুত্ব¡ তুলে ধরেন।
এছাড়া মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন।এই কঠোর লকডাউনে সরকারী আদেশ অমান্য করায় ২ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।
নিয়মিত কাজের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত করা হয়েছে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান ।
এ-সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।