শনিবার ৩রা মে, ২০২৫ ইং , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জিলক্বদ, ১৪৪৬ হিজরী

সিরাজদিখানে মসজিদ নির্মানে বাধায় নির্মাণ কাজ বন্ধ এলাকায় মুসল্লীদের ক্ষোভ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ৪ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ 
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামে ওয়াকফহ জায়গায় মসজিদ স্থাপনের কাজ করতে গেলে ক্রয়কৃত জায়গার অজুহাতে মসজিদ নির্মান কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় মুসল্লীদের মধ্যে ক্ষোবের জমাট বাধতে শুরু করেছে। বিষয়টি নিয়ে মসজিদ নির্মাতা হাজী তাইজুল ইসলাম তালুকদার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, বয়রাগাধী ছোট পাউলদিয়া আল আকসা জামে মসজিদ নির্মান করতে গেলে এলাকার সেলিম তালুকদার (৪৭), পিতা- মৃত আমিন উদ্দিন তালুকদার, ২। ইসমাইল তালুকদার (২২), পিতা- সেলিম তালুকদার, উভয় সাং- ছোট পাউলদিয়া, বর্তমান সাং- উত্তর আবিরপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জদ্বয় সহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন বিবাদী ওয়াকফহ জায়গাতে মসজিদ নির্মানের কাজ করিতে গেলে দেশীয় অ¯্র লাঠি নিয়া আসিয়া কাজে বাধা প্রদান করে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতিসহ খুন জখমের হুমকি দিয়া মসজিদ নির্মাণের কাজ বন্ধ করিয়া দেয়। মসজিদ নির্মাতা হাজী তাইজুল ইসলাম তালুকদার বলেন,তফসিল ভুক্ত সম্পত্তি আমার বাবা গত ইং ১৮/১০/১৯৭৫ সালে ১৭ (সতের) শতাংশ জমি মসজিদের জন্য দান করেন। উক্ত সম্পত্তির মধ্যে হইতে আমি ০৪ (চার) শতাংশ জমির উপর মসজিদ নির্মান করিতে গেলে সেলীম তালুকদার ও ইসমাইল তালুকদারসহ বর্নিত বিবাদীগন আমাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি সহ খুন জখমের হুমকি দিলে আমি গত শুক্রবার রাতে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করিলে গতকাল শনিবার আমি মসজিদের সাইনবোর্ডের সামনে গেলে বিবাদীরা আমার ও আমা পরিবারের উপর হামলা করে। আমি এর বিচার চাই। এ ঘটনায় গ্রামের লোকজনসহ মসজিদের নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। এলাকার জহিরুল ইসলাম তালুকদার,মোঃ মানিক তালুকদার,মোঃ মাসুদুর রহমান,আব্দুল মতিন তালুকদার জানান, ওয়াকফহ জায়গায় আল্লাহর ঘড় মসজিদ নির্মান হবে এটা বাধা দিতে আসলে তাদের কাগজ কি আছে সেটা দেখতে হবে। সাইনবোর্ড লাগিয়ে মসজিদের মাটি ভরাটের কাজ চলছিল। কিন্তু শুক্রবার দুপুরে সেলীম তালুকদার ,ইসমাইল তালুকদার ও তাদের লোজন মসজিদের নির্মান কাজ বন্ধ করে দেয়। আমারা ওয়াকফ জমিতে মসজিদ নির্মানের পক্ষ্যে, কোন বির্তকিত জায়গায় নয়। মসজিদের কাজে বাধা দিতে আসলে আমার এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। এই ৫৩৭ নং দাগে ২৯৭ নং খতিয়ানে ৪ শতাংশ দাবিকৃত ওয়কফাহ জায়গায় মসজিদ হচ্ছে। এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ ফরিদউদ্দিন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৩রা মে, ২০২৫ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

May 2025
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম
error: Content is protected !!