চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ২৫ জুন, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে গত ১ মাসে ৪ জন মুক্তিযোদ্ধা মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. মাহমুদুল হাসান ঝন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নেকবর হায়দার প্রমুখ। উপজেলায় গত ১ মাসে মৃত্যু বরণ করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জসিম উদ্দিন ঢালী, আলহাজ¦ আফজাল হোসেন, মো. শফিউদ্দিন ও মো. শাহজাহান। এসময় বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় ও দাড়িয়ে এক মিনিট নিরবতা পলন করা হয়।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম