চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ২২ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কবলে পরে খেটে খাওয়া মানুষজন কর্মহীন হয়ে পরে। দেশের সরকার থেকে শুরু করে সমাজের বিত্তবানরা সেইসব কর্মহীন হতদরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতাকে টিকিয়ে রাখছেন। পিছিয়ে নেই ক্ষমতাশীন দলের নেতাকর্মীরাও। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদ-উল ভিতরকে সামনে রেখে যুবলীগ নেতা ও সিরাজদিখান বাজার বনিক সমিতির যুগ্ন-সম্পাদক আলম খানের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের কবলে পরে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সিরাজদিখান বাজারস্থ চৌধুরী প্লাজার সামনে থেকে ৬২ টি পরিবারের মাঝে ৬ কেজি চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ও ২ কেজি আলু ঈদ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা আলম খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি এলাকার বিত্তবানদের গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানো উচিৎ। স্ব-স্ব অবস্থান থেকে সামর্থ অনুযায়ী গরীব অসহায় মানুষকে দান করুন। সমাজের বিত্তবানরা যদি তাদের প্রতি মানবিকতার হাত না বাড়িয়ে দেন তাহলে তারা এই করোনার ক্রান্তিলগ্নে কোথায় যাবে? আমার সামর্থ অনুযায়ী আমি অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম