চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, ৩১ ডিসেম্বর, ২০১৯
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ক্ষেত জুড়ে লাল শাক ও সবজি। পরিচর্চায় ব্যস্ত কৃষক সুনীল মন্ডল দিনের বেশীর ভাগ সময়ই জমিতে কাটান বিভিন্ন কাজকর্ম করে। সেই কাক ডাকা ভোরে জমির মাটিতে পা রাখেন তিনি। এরপর জমিতে বিভিন্ন শাক-সবজি তোলা ও পরিচর্চায় ব্যস্ত থাকেন তিনি। অনেক সময় সকাল-দুপুরের খাবার জমিতে বসেই খেতে হয় তার। শীতকালীন সবজি চাষে এভাবেই ব্যস্ত সময় পার করছেন সিরাজদিখান উপজেলার অন্য কৃষকরাও। তবে উপজেলার কোলা এলাকার কৃষক সুনীল মন্ডল কাচি, কোদাল, লাঙলসহ আনুষাঙ্গিক কৃষি সরঞ্জামাদি নিয়ে খুব ভোরেই বেড়িয়ে পড়েন জমিতে কাজ করতে। এখানেই তিনি যেন সব কৃষকদের থেকে একটু আলাদা, কোনও অলসতা নেই তার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুনীল মন্ডলের সবজি জমিতে বর্ণিল সবুজে ভরে উঠেছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বেগুন, মূলা, করলা, পটল, পালং ও লাল শাকসহ বিভিন্ন জাতের জাতের সবজির চাষ করেছেন। তিনি ৪২ শতাংশ জমিতে বিভিন্ন সবজির চাষ করছেন। ক্ষেত থেকে শাক-সবজি স্থানীয় হাট বাজারেই বিক্রি করেন। সবজি চাষে জমিতে জৈবসার ব্যবহার করেন তিনি। বিশেষ কোনও কারণ ছাড়া রাসায়নিক সার ব্যবহার করেন না। উপজেলার একাধিক সবজির জমিগুলো ঘুরে লক্ষ্য করা যায় সুনীল মন্ডলের মত অন্য চাষীরাও জমিতে ব্যস্ত সময় পার করছেন শাক-সবজির পরিচর্চা করে। কৃষক সুনীল মন্ডল বলেন, শীতের আগাম সবজি বাজারে বিক্রি করছি। দামও ভালই পাচ্ছি। স্থানীয় হাট বাজারে এধরনের টাটকা শাক সবজির চাহিদা বেশী থাকায় বিক্রি করতে সময় লাগেনা। তার এক পুত্র প্রবাসী। বাকি দুই পুত্র সময় সুযোগমত সবজি জমিতে কাজে তাকে সহযোগীতা করেন।
সিরাজদিখান উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলায় ৯৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা হচ্ছে। হয়েছে। এরই মধ্যে হাট বাজারে শীতের সবজি উঠতে শুরু করছে। উপজেলায় আরো ৩১০ হেক্টর জমিতে শাক সবজি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, শীতের সবজি চাষ করতে পারলে ভাল দাম পাওয়া যায়। এ কারণে উপজেলার কৃষকরা প্রত্যেক বছর আগাম মৌসুমী সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। উৎপাদিত সবজির ভাল দাম পাওয়ায় কৃষকরা খুশি।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম