চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর, ২০১৯
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে সম্পত্তি নিয়ে প্রতারণা ও বায়নাকৃত সম্পত্তিতে সাইনবোর্ড লাগাতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সিরাজদিখান থানায় ৮জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছোট পাউলদিয়া গ্রামের মৃত মোকসেদ আলী গাজীর ছেলে আজগর আলী গাজী। জানা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মৃত মোকসেদ আলী গাজীর ছেলে আজগর আলী গাজী বয়রাগাদী গ্রামের মকবুল হোসেন বেপারীর স্ত্রী মোসাঃ সামসুন্নাহার বেগমের কাছ থেকে গত ইং-২৮/১১/২০১৩ তারিখে গোবরদী মৌজাস্থিত আর, এস ১৪৮ নং খতিয়ানের আর, এস ৩৮৪, ৪২০, ৪২১, ৪২২ ও ৪২৩ নং দাগের ১৬.৬৬ শতাংশ সম্পত্তি ৬ লাখ ৮১ হাজার মধ্যে ৩ লাখ ৮১ হাজার টাকা দিয়ে সিরাজদিখান সাব রেজিষ্ট্রি অফিসে বায়নাপত্র দলিল করে। বয়নাপত্রে ১ বছরের মধে বাকি টাকা পরিশোধ করে রেজিষ্ট্রি করে নেয়ার কথা ছিল। বায়নাপত্র হওয়ার ৪ মাস পর ২০১৪ সালের ২৭শে এপ্টিলে সামসুন্নাহার বেগম সম্পত্তির দাম বৃদ্ধি পাওয়ায় প্রতারণার মাধ্যমে তার বোন জহুরা বেগমের কাছে বিক্রি করে দেয়। বিষয়টি আজগর আলী গাজী জানতে পেরে তার ছেলে জোবায়ের গাজীকে নিয়ে গত ২০ ডিসেম্বর শুক্রবার সকালে তার বায়নাকৃত সম্পত্তিতে সাইনবোর্ড লাগাতে গেলে জহুরা বেগম, মো. সোহরাব, মো. কামাল, মো. সুমন, রেনু বেগম, রুবিনা বেগম, দিপু আক্তার ও সামসুন্নাহারদের হামলার শিকার হয়। স্থানীয় লোকজনদের সহযোগীতায় তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। সিরাজদিখান থানার এএসআই নূর নবী বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম