সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাতা বাষিকী পালন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা বাষিকী কেটে কেটে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ডাকবাংলো ভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাতা বাষিকী পালন করা হয়। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আর তালুকদার বাবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তফা মিয়া, জাহাঙ্গীর বাদশা, মীর সোহাগ, জার্মান হাওলাদার রতন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ রয়েল, মোঃ মহসীন, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক বকুল মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিক্রমপুর করকারী কেবি ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা কাওছার হিরা, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকরাম শেখ মানিকসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
Post Views:
৪৪৪