চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে গ্রামে গ্রামে স্যাটেলাইট ক্লিনিকের মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক মাসে ৮ বার গ্রামে গ্রামে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সেবা দিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’র স্যাটেলাইট ক্লিনিক। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নের জীবসরা গ্রামে সাইফুল ইসলাম মিন্টুর বাড়িতে ৪০ জন রোগীকে তারা স্বাস্থ্য সেবা দিয়েছেন। এর মধ্যে রয়েছে গর্ভবতী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, কিশোরীর সুস্বাস্থ্যের সেবা, শিশু সেবা ও সাধারণ রোগীদের সেবা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. আরাফাত হোসেন, সহকারি পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. জাকির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজীব হোসেন (এফ পি আই), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পারভীন আক্তার (এফ ডব্লিউ ভি), ও অফিস সহকারি মোঃ সিয়াম প্রমুখ ।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম