সিরাজদিখানে হ্যাচারী থেকে ৫ লাখ টাকার “মা” মাছ চুরির অভিযোগ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ১ আগস্ট, ২০২১
সিরাজদিখানে হ্যাচারী থেকে ৫ লাখ টাকার “মা” মাছ চুরির অভিযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামে অবস্থিত মেসার্স ভাই ভাই মৎস্য হ্যাচারীর তিনটি পুকুর থেকে রাতের আধারে মাছ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত ২ টা থেকে ভোর রাত ৫ টার মধ্যে যে কোন সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় হ্যাচারির মালিক মোঃ নূর ইসলাম শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মেসার্স ভাই ভাই মৎস্য হ্যাচারীর মালিক মোঃ নূর ইসলাম শেখ জানান, আমার হ্যাচারীর তিনটি পুকুর থেকে হ্যাচারীর “মা” মাছ কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এসময় আমার তিনটি পুকুর থেকে ছোট মাছগুলো ফেলে রেখে “মা” মাছগুলো ধরে নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া মাছের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। অজ্ঞাতনামা চোরেরা প্রতি বছর আমার হ্যাচারীর পুকুর গুলোতে বিষ প্রয়োগসহ হ্যাচারীর মাছ চুরি করে নিয়ে যায়। আমি সেইসব অজ্ঞাতনামা চোরদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যপারে সিরাজদিখান থানার এএসআই মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চোরদের শনাক্তের জন্য কাজ চলছে।