চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ৭ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে অগ্নি সংযোগ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুত্রুবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামের হারুন বেপারীর পশ্চিম ভিটির একচালা টিনের ঘরে পূর্ব শত্রুতার জেরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা হারুন বেপারীসহ (৫৫) তার সহধর্মীনি নিলুফা বেগম (৪৫) অগ্নিদগ্ধ হয়। তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে হারুন বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় ৬ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার চরকমলাপুর গ্রামের মৃত লতিফ খানের ছেলে মো. ইউসুফ খান (৪০), ইউসুফ খানের ছেলে আসিফ খান (১৯), মৃত রশিদ খানের ছেলে আদম খান (৫২) ও তার ভাই রসুল খান (৫৫), আদম খানের ছেলে রনি খান (২২) পূর্ব শত্রুতার জেরে এ অগ্নি সংযোগ করে। হারুন বেপারীর সাথে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়াদী নিয়ে একই গ্রামের মো. ইউসুফ খান গংদের সাথে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। উক্ত বিরোধের জেরে হারুন বেপারীর বাড়ীতে ঢুকে তার বসত ঘরে অগ্নি সংযোগ করে হারুন বেপারী ও তার সহধর্মীনি নিলুফা বেগমকে হত্যা চেষ্টা করে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম