সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল সম্পাদক মোক্তার
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ২২ জানুয়ারি, ২০২২
সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নজরুল সম্পাদক মোক্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখান প্রেসক্লাবের ২০২২-২০২৩ খ্রি. নিবার্চনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নিবার্চিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকা ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় ও মাইটিভি প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন। গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দৈনিক সংগ্রাম প্রতিনিধি রিয়াজ মাহমুদ মান্নান ১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নিবার্চিত হয়েছেন। নিবার্চনের দায়িত্ব পালন করেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রধান নিবার্চন কমিশনার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এমদাদুল হক পলাশ ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা ডক্টর সাইদুল ইসলাম খান অপু। গতকাল বিকালে প্রধান নিবার্চন কমিশনার ঘোষণা করেন, সিরাজদিখান প্রেসক্লাব নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটির গত ১০ জানুয়ারী যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে কাজী নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি পদে মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, যুগ্ন সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি হাজী মোঃ নাজমুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ইসমাইল খন্দকার, প্রচার ও অফিস সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আজাদ বিন আজম নাদভী, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি আজিম হাওলাদার, কার্যনির্বাহী সদস্য (১) দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সামসুজ্জামান পনির, কার্যনির্বাহী সদস্য (২) দৈনিক সমকাল প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন বাবুল কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ১৪ জানুয়ারী সাধারণ সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে মোহাম্মদ মোক্তার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। কার্যনিবার্হী সদস্য (৩) পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় পদটি শুণ্য রয়েছে। নিবার্চিত কমিটি পরবর্তিতে কো-অপ্ট করে এ পদটি পূর্ন করে নিবেন বলে প্রধান নিবার্চন কমিশনার জানান। #