মুন্সীগঞ্জ ডেস্কঃ
আক্তার রুবিঃ প্রসঙ্গ হলো করুনার থাবা অব্যাহত। আমাদের দেশের মানুষ যেখানে প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীলই হলো বেশিরভাগই মানুষ, সেখানে আজ মুখোমুখি হতে হচ্ছে এই সব ভয়াবহ দূর্যোগের ডেঙ্গুআসছে,ঘূর্ণিঝড় আস্ফাল আসছে,ঘূর্ণিঝড়,জলোচ্ছাস বন্যাও অপেক্ষমান। আবার পঙ্গপালের বার্তা। এই নিয়ে পুরো দেশের মানুষ গুলোকে আজ ভয়ানক চ্যালেঞ্জের সমুক্ষিন হতে হবে মনে হয় খুব শিঘ্রই ।
আসুন এই ক্রান্তিকালে, যে যার অবস্থান থেকে, যে যার মতো সরকার কে সহযোগীতা করি, সরকারের নির্দেশনা মেনে চলি। কারন সরকারের দায়িত্ব এদেশের মানুষের যান মাল হেফাজত করা, আর আমাদের দায়িত্ব সরকারি সব কাজে সহযোগিতা করা। এখন কোন ষড়যন্ত্রের সময় না। কে কোন দলকির সেটা ভাববার সময় নেই, হিংসা বিষেদ সবকিছু ভুলে যাই আমরা ।
মাননীয় প্রধানমন্ত্রী, এবং সরকারের পাশে,রাজনীতি বিদগণ, তিন বাহিণী, পুলিশ প্রশাসণ, মুক্তিযোদ্ধাগণ, জন প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবি,কবি, সাহিত্যিক,শিল্পী,স্বাস্থ্য কর্মী, গার্মেন্টস কর্মী, শিল্পপতি, কৃষক শ্রমিক, পরিবহন নেতা, দিন মজুর, চা ওয়ালা ফেরীওয়ালা, সহ সকল পেশাজীবি মানুষ, এক যোগে,”৭১ এর মুক্তি যুদ্ধের ন্যায় হাতে হাত রেখে, কাধে কাধ রেখে এই দেশটাকে বাচাই। সমাজটাকে বাচাই,নিজের পরিবারটাকে বাচাই।
সকলে মিলে এই দেশটাকে বাচান, সমাজ কে বাচান, নিজের পরিবার কে বাচান। আজ মহান মে দিবস উপলক্ষ্যে সকল মেহনতি শ্রমিকের প্রতি আমার ভালবাসা নিংরানো শুভেচ্ছা রইলো,সুস্থ রাখার জন্য নিজেকে ঘড়ে রাখার আপ্রান চেষ্টা করুন, আল্লাহ বাচিয়ে রাখলে আবার, দেখা হবে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হে আল্লাহ আপনি সকল বৈশ্বিক সমস্যা, থেকে এই মানবজাতিকে মুক্তি দিন।
আমার পক্ষ থেকে আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সকল কর্মকর্তা ও সাংবাদিক ভাইবোনদের প্রতি শুভেচ্ছা রইলো
Post Views:
৪৩০