বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ ইং , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরী

৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত

 প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ৪ আগস্ট, ২০২৩

৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত

সিরাজ‌দিখান (মুন্সীগঞ্জ) প্রতিনি‌ধিঃ

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪১ তম বি‌সিএস এর ফলাফল প্রকাশ করা হয়।
এতে ২ হাজার ৫২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর ম‌ধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার ২জন সুপা‌রিশপ্রাপ্ত হন ।
দুজ‌নের ম‌ধ্যে একজন মোঃ সাইফুল ইসলাম উপ‌জেলার বালুচর ইউ‌নিয়‌নের মোল্লাকা‌ন্দি গ্রা‌মে জন্মগ্রহণ ক‌রেন । তি‌নি বি‌সিএস(প্রশাসন) ক‌্যাডা‌রে সুপা‌রিশপ্রাপ্ত হন ।

‌তি‌নি ২০১০ সা‌লে এস এস সি‌তে গো‌ল্ডেন এ প্লাস ও ২০১২ সা‌লে এইচএসসি‌তে ‌গো‌ল্ডেন এ প্লাস পান । এরপর ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে কৃ‌তি‌ত্বের স‌হিত গ‌ণি‌তে অনার্স ও মাস্টা‌র্স পাশ ক‌রেন ।
ব‌্যক্তিগত জীব‌নে তারা ৭ ভাই ১ বোন । বড় ভাই সিএজি এর অধীন স্বাস্থ্য অধিদপ্তরে অডিটর হিসেবে কর্মরত এবং অন্য সকল ভাই‌য়েরা নিজ নিজ পেশায় সুনামের সহিত কর্মরত।

এবং অপর সুপা‌রিশ প্রাপ্ত হ‌লেন সায়মা মাহমুদ (মীম) । তি‌নি বিসিএস (শিক্ষা) ক্যাডা‌রে সুপা‌রিশপ্রাপ্ত। মীম উপ‌জেলার রাজানগর ইউ‌নিয়‌নের সৈয়দপুর গ্রা‌মের বা‌সিন্দা ।

‌তি‌নি ২০১০ সা‌লে এস এস সি‌তে গো‌ল্ডেন এ প্লাস ও ২০১২ সা‌লে এইচএসসি‌তে ‌গো‌ল্ডেন এ প্লাস পান । এরপর ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে ফি‌জি‌ক্স বিষ‌য়ে অনার্স ও মাস্টা‌র্সে প্রথম শ্রেণী পে‌য়ে গৌরব অর্জন ক‌রেন ।

তার পিতা মরহুম আলী মাহমুদ ডিল্পোমা ইন্জিনিয়ার ছিলেন। তার মা কামরুন নাহার, উপ‌জেলার চিত্রকোট সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত আ‌ছেন ।
একমাত্র ছোটভাই কম্পিউটার ইন্জিনিয়ার। তার স্বামী স্বামী সফটওয়্যার ইন্জিনিয়ার।
জীব‌নে সংগ্রামে এক বি‌শেষ অবদান রা‌খেন মীম । ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর তার বাবার রে‌খে যাওয়া সম্প‌দের হিস‌্যা পান‌নি তারা । তার মা কামরুননাহার ক‌ঠিন সংগ্রা‌মের মধ‌্য দি‌য়ে দু‌টি সন্তান‌কে উচ্চ শি‌ক্ষিত ক‌রে তো‌লেন ।
এ খব‌রে সিরাজ‌দিখান প্রেসক্লাবসহ সুধীজ‌নেরা তা‌দের প্রশংসা ক‌রেন এবং নির‌পেক্ষ নি‌য়ে‌াগের জন‌্য বর্তমান প্রধান মন্ত্রী শেখ হা‌সিনা‌কে ধন‌্যবাদ জানান ।

সিরাজ‌দিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সুপা‌রিশপ্রাপ্ত দুজ‌নে‌কেই অ‌ভিনন্দন জানান এবং তা‌দের নিজ নিজ কর্মক্ষে‌ত্রে সততার স‌হিত দা‌য়িত্ব পাল‌নের অনু‌রোধ জানান ।

‌সিরাজ‌দিখান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর সুপা‌রিশপ্রাপ্ত দুজ‌নে‌কেই অ‌ভিনন্দন জানান এবং কা‌জে যোগদা‌নের পর যার যার কর্মক্ষে‌ত্রে সততার স‌হিত দা‌য়িত্ব পাল‌ন ক‌রে স্মার্ট বাংলা‌দেশ গঠ‌ণে অংশীদার হওয়ার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন ।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2025
M T W T F S S
« Jan    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই শিরোনাম সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা শিরোনাম মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শিরোনাম টঙ্গীবাড়ী আওয়ামীলীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।। দুই কমিটির সভাপতি বারেক মানেন না নতুন কমিটি শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম।
error: Content is protected !!