চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ৩ ফেব্রুয়ারি, ২০২০
সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধ: সিরাজদিখানের মালখানগরের বাইতুল মামুর জামে মসজিদের ৭ম বার্ষিক ওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মালখানগর জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে রবিবার দিবাগত রাতে মালখানগর কলেজ মাঠে এই মাহফিল হয়েছে। মাহফিলে ঢাকা যাত্রাবাড়ি মোহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল শাইখ মোফাজ্জল হোসেন মাদানীর সভাপতিত্বে আলোচক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জেনারেল সেক্রেটারী ও ঢাকা নাজিরা বাজার মাদরাসাতুল হাদীস এর প্রিন্সিপাল শাইখ শাহীদুল্লাহ খান মাদানী, রাজশাহী আল জামিয়া ছালাফিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল শাইখ ড. মোজাফ্ফর বিন মহসীন, নাজিরা বাজার মাদরাসাতুল হাদিস এর শিক্ষক ও ফুরশাইল বাইতুল মামুর জামে মসজিদের খতিব আব্দুল হাসীব, পঞ্চসার আবুবক্কর সিদ্দিক জামে মসজিদের খতিব মরতুজা হোসাইন। মালখানগর হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থাপনায় ও বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি হাজী মো. মোস্তফা আশ্রাফ এর সার্বিক পরিচালনায় সহযোগিতায় ছিলেন হাজী সামসুল হক, ডা. মনির হোসেন, গোলাম মোস্তফা, মো রনী, বিল্লাল হোসেন প্রমুখ।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম