মুন্সীগঞ্জ জেলা প্রশাসক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট-এর উদ্বোধন করেন তামিম ইকবাল। বিকালে শহরের উত্তর ইসলামপুরে ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউট-এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তামিম ইকবাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮টি ক্রিকেট দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে এক কর্মশালায় যোগ দেন তামিম ইকবাল। এরপর সদর উপজেলার লাল ও সবুজ দলের ১০ অভারের খেলা উপভোগ করেন তিনি।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, ক্রাউন সিমেন্ট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. আলমগীর কবির প্রমুখ।
এদিকে বিকেল ৩টায় ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত পলিটেকনিক ইন্সটিটিউট-এর মাঠে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইন্সটিটিউট-এর ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারকা খেলোড়ার তামিম ইকবাল।
আরও উপস্থিত ছিলেন, ক্রাউন সিমেন্ট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. আলমগীর কবির, জিপিএইচ ও ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালক মো. আশরাফুজ্জামান প্রমুখ।
Post Views:
৪০৫