চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
প্রধানমন্ত্রী ও সং’সদ নেতা শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ’সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক’দের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ইসলাম ধর্মের অপ’ব্যাখ্যা ও জঙ্গি’বাদ সম্পর্কে সচেতন করা হচ্ছে। তিনি বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কোরআন ও হাদিসের আলোকে তা তরুণ শিক্ষার্থী’দের বোঝাতে দেশের আলেম সমাজ সক্রিয় সহ’যোগিতা করছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সং’সদের অধিবেশনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্ট’গ্রাম-২ আসনের সং’সদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ’ভাণ্ডারীর সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধান’মন্ত্রী একথা বলেন।
প্রধান’মন্ত্রী বলেন, ধর্মের মধ্যে ভাগ করা, কে ভালো, কে ভালো না আমি জানি না। আ’মাদের নবী করিমও (সা.) একথা বলেননি। অথবা ই’সলাম ধর্মও একথা বলেনি। আমি মনে করি আমাদের ইস’লাম ধর্মে যারা বি’শ্বাসী তারা যদি ইসলাম ধর্ম’কেই বিশ্বাস করে এবং নবী করিম (সা.) এর বাণী সেটাও যদি ধারণ করে, সেটাও যদি মেনে চলে তাহলে তো এই বি’চারের পথে কেউ যেতে পারে না। আমি ভালো মুসল’মান না উনি ভালো মুসল’মান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেননি। এই বিচার করার অধি’কারও কাউকে দেননি। আল্লাহ তো বারবার বলেছেন, কুরআনেও বলা আছে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলা’মিন করবেন।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম