চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাচা আব্দুল ছাত্তার (৫১) গুরুতর আহত ও ভাতিজা বিল্লাল মোল্লা (২৮) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল ছাত্তারের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল ছাত্তার উপজেলার উত্তর তাজপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে ও বিল্লাল মোল্লা একই গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে এবং তারা আপন চাচা ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়,
আব্দুল ছাত্তার ও তার ভাতিজা বিল্লাল মোল্লা উত্তর তাজপুর গ্রামে একটি বাড়ীতে পাশাপাশি বসবাস করেন। তাদের মধ্যে একটি জমি বিকিকিনি নিয়ে বেশ কয়েকদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে ধরে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল ছাত্তার ও বিল্লাল মোল্লার মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বিল্লাল মোল্লার চাচাত ভাই রাজ্জাক ও তার আরেক চাচা সুজন সেনি ও দা নিয়ে বিল্লালের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। এসময় তাদের হাতে থাকা সেনির একটি কোপ আব্দুল ছাত্তারের পেটে লেগে কাটা রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে রশুনিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোমরেজ বলেন, আমি স্পটে ছিলাম না। একপক্ষ আমাকে ফোন দিয়েছে আমি বলেছি আগে রোগীদের চিকিৎসা করান। মামলা বা মিমাংসা যেটাই হোক আগে চিকিৎসা নেন পরে দেখা যাবে। সিরাজদিখান থানার ডিউটি অফিসার এস, আই মোঃ মামুন বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম