চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঈমামগঞ্জ বাজারে হযরত ঈমাম উদ্দিন শ্হ আওলিয়া (রঃ) এর ওরশ অনুষ্ঠিত। ২০শে ফেব্রুয়ারী থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত ৪দিনব্যাপী ওরশে সারা রাত ব্যাপি জিকির আশকার, মারফতি, মুশিদি, ভাব ও পালা গান অনুষ্ঠিত হয়। মাজার সভাতি মজিবর হাওলাদারের সভাপতিত্ত্বে ও মাজারের খাদেম মোখলেছ, সেলিম হাওলাদার ও আবু সাইদ বিপ্লবের পরিচালনায় ২০শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১২টায় মাজার গোসল। ২১শে ফেব্রুয়ারী শুক্রবার মিলাদ মহফিল ও ভাব গান পরিবেশন করে শিল্পী জলাল সরকার ও পুতুল সরকার। ২২শে ফেব্রুয়ারি শনিবার গান পরিবেশন করেন শিল্পী মানিক দেওয়ান ও পুতুল দেওয়ান। ২৩শে ফেব্রুয়ারি রবিবার ওরশের শেষ দিন শিল্পী লতা দেওয়ান ও আলমাস সরকারের পালাগানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।। ওরশ উপক্ষে মাজারের পাশের ঈমামগঞ্জ মাঠে বসেছেমেলা সেখানে রয়েছে বিভিন্ন পণ্য সামগ্রী দোকান দোলনা নৌকা, চড়কি ও ম্যজিক শো সহ শিশুদের বিভিন্ন খেলনা রাইড।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম