চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ৭ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে বিশ্বের সকল প্রানীর শান্তি ও কল্যান কামনায় ৫০ বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্ত্তন গত ১ মার্চ রোববার ব্রহ্ম মুহুর্ত থেকে শুরু হয়ে গতকাল শনিবার রাত সারে চারটায় শেষ হয়েছে । গত ৭দিন সকাল সন্ধ্যায় অবিরাম(২৪ঘন্টা) সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্ম প্রাণ ভক্ততের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। এ ৫৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্ত্তন চলাকালীন বিভিন্ন দেশ ও জায়গা থেকে আগত ভক্তপদরজ প্রার্থী বৈষ্ণব পদসুধা পিপাসু বৃন্দ তিন বেলা পূর্ণ্য ভুজ প্রসাদ পেয়েছেন। অনুষ্ঠানের সভাপতি বাবু নারায়ন চন্দ্র পাল বলেন, ৫০ বছর যাবৎ সন্তোষপাড়ায় মহানাম সংকীর্ত্তন হচ্ছে। কৃষ্ণকৃপায় আমাদের কোন সমস্য হয়নি। গত সাতদিন অনুষ্ঠানে ও শেষদিন মহাপ্রসাদ বিতরণে আমাদের সারে ১৫ লাখ টাকা খরচ হয়। সম্পূর্ণ্য টাকা ভক্ততের অনুদান মাধ্যমে আসে। আমাদের নিজস্ব কোন ফান্ড নেই। আমাদের গ্রাম ও এলাকার সকল পেশার মানুষ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে এসে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ বলেন,ধর্ম যার যার রাস্ট্র সবার। বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ। এখানে সৌহার্দ সম্প্রীতি রয়েছে। প্রেম ও প্রার্থনার কাছে বাংলাদেশের মানুষ কতটা নিবেদিত,এই রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই আখরায় এসে বুঝা যায়। তা নিয়ে আমাদের গল্প ও গর্ব করার অনেক কিছুই আছে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম