চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ১২ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে গত মঙ্গলবার পরকীয়া প্রেমিককে পিটিয়ে পা ভাঙার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামী প্রেমিকার বাবা দলিল লিখক জাহিদ হাসান জাকিরসহ স্বামী শফিককে রহস্য জনক ভাবে ধরছেনা থানা পুলিশ। মামলা হওয়ার পর ওই দুই আসামী প্রথমে গা ঢাকা দিলেও বর্তমানে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতে স্থানীয় লোকজনসহ সুশীল সমাজের লোকজন পুলিশের দিকে প্রশ্নের তীর ছুরতে শুরু করেছেন। অন্য দিকে ভুক্তভোগী পরিবারের লোকজন দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া আসামী পক্ষের লোকজন বিভিন্ন মাধ্যমে বিষয়টি মিমাংসা করার জন্য জোর তদ্বির চালাচ্ছেন বলেও জানা যায়। নাম প্রকাম না করার শর্তে সিরাজদিখান সাব রেজিস্ট্রি অফিসের এক দলিল লিখক জানান, আজকে জাকির সিরাজদিখান রেজিষ্ট্রি অফিসে অফিস করেছে। সে ছেলেটাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার পরও প্রকাশ্যে ঘুরে বেড়ায় কি করে সেটাই আমাদের প্রশ্ন? উল্লেখ্য, গত মঙ্গলবার রবিউল (২১) নামে এক পরকীয়া প্রেমিককে বাড়ীতে ডেকে নিয়ে পা ভেঙে দেয় প্রেমিকা জাকিয়া আক্তার মীম (১৮) এর পিতা জাহিদ হাসান জাকির ও স্বামী শফিক। এ ঘটনায় ওইদিন রাতে ভুক্তভোগীর পিতা মোঃ হোসেন শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় জাহিদ হাসান জাকিরকে ১ নং বিবাদীসহ আরো তিন জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, জাকির আজকে অফিস করেছে কিনা আমার জানা নেই। দ্রুত আসামীদের গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে বলছি।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম