চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ১২ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কালারায়ের চর পল্লি সমাজ নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক রতনা হালাদারকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছ। গত বুধরার দুপুর সাড়ে ১২টায় কালারয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কর বিতরনি অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোবাহান শেখ কর্তিক রতনা হালাদারকে মারধোর করা হয়েছে। ফলে শিক্ষক, অভিবাবক ও এলাকবাসীসহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রতনা হালদার বলেন, আমি ১২বছর ধরে কালারায়ের চর পল্লি সমাজ নারী উন্নয়ন সংগঠনটি প্রতিষ্ঠা করেছি এবং নারী, শিশু, প্রতিবন্ধী, মাদক ও বল্য বিবাহ বিরোধি কাজ করি। আমার এ সংঠনে শুরু থেকেই বিদ্যালয়ের সভাপতি সোবাহান শেখ আমার কাজের বিভিন্ন রকম বাধা সৃষ্টি করত। আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি বদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলাম হঠাত করে সোবাহহান শেখ এসে আমর দিকে অংগুল তুলে অকথ্য ভাষায় গালি গালাজ করে তখন আমি প্রতিবাদ করলে সে আমাকে প্রিচ সুরে মারে ও আমার বাম কাধে, পায়ে লাথি ঘুসি মারে আমার শাখা ভেঙ্গে ফেলে। আমি নারী কর্মি হিসেবে এর সুষ্ঠ বিচার চাই। এব্যাপারে সোবাহান সেখকে মুঠোফোনে বারংবার যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা খাতুন বলেন, সভাপতি এসে উত্তেজিত হয়ে যায়। এ সময় রতনা হালদারও খুব খেপে যায় ফলে একটু বিসৃঙ্খলা হয়েছে। এটি একটি অনাকঙ্খিত ঘটনা চখের পলকেই ঘটনাটি ঘটে যায়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি আমি যান্তে পেরে সেখানে পুলিশ পাঠিয়েছি এ ব্যাপারে রতনা হালদার থানায় এসেছিল তবে এখনো কোন অভিযোগ করেনি।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম