চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ১৪ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কাকালদী মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কফি হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কাজের জন্য রুম ভাড়া দেয়ায় চাইনিজ রেস্টুরেন্ট ও কফি হাউজের মালিক আনিসুর রহমান আনিসকেও আটক করা হয়। গতকাল শনিবার দুপুর সারে ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অস্টম ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের ভতিষ্যতের কথা চিন্তা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ জানান, মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কফি হাউজে দীর্ঘ ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে । গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে রেস্টুরেন্টের গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন ছাত্র-ছাত্রীকে আটক করে পুলিশ । অনুমোদন ছাড়া রুম ভাড়া দেয়ায় মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কফি হাউজের মালিক মোঃ আনিছুর রহমান আনিসকেও আটক করা হয়। উপজেলার মধ্যপাড়া ও ইছাপুরা ইউনয়নের বিভিন্ন স্পটে অনুমোদন ছাড়া একাধিক মিনি চাইনিজ রেস্টুরেন্ট, ফাস্টফুড কফি হাউজে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলছে। অবশেষে গতকাল শনিবার পুলিশ কাকালদী মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কফি হাউজে অভিযান চালিয়ে গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মালিক মোঃ আনিসসহ চার জনকে আটক করা হয়।সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, যেহেতু শিক্ষার্থীদের বয়স কম এবং সকলেই স্কুল পড়–য়া তাই তাদের ভতিষ্যতের কথা চিন্তা করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে রেস্টেুরেন্টের মালিক এখনও আটক আছে। প্রমান না পেলে তাকেও ছেড়ে দেয়া হতে পারে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম