চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ৭ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খাঁনের উদ্যোগে করোনা রোধে প্রায় ৩’শত কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বেজগাঁও অটোস্ট্যান্ড সংলগ্ন ওই মুক্তিযোদ্ধার বাড়িতে এই চাল বিতরণ করা হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খাঁন তার মালিকানাধীন বাড়ির ১৫টি কর্মহীন পরিবারের ঘর ভাড়া মওকুব করে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ ডালু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, সদদ্য মেহেদী হাসান রতনসহ শেখ আলী আকবর, যুবলীগ নেতা সোহেল রাজ, মনির শেখ, সিরাজ শেখ, মো. মামুন শেখ, ছাত্রলীগের সাবেক নেতা মো. জসিম রহমান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খাঁন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন পরিবারগুলোর পাশে এসে দাড়ানোর চেষ্টা করছি। নিজের মুক্তিযোদ্ধা ভাতা ও ব্যক্তিগত অর্থায়নে আমার সামর্থ অনুযায়ী কর্মহীনদের খাদ্য সহায়তা দিচ্ছি। এছাড়াও দেশের এই ক্রান্তিলগ্নে নিজ বাড়ির ভাড়াটিয়া, দোকান ও রিক্সার গ্যারেজসহ ১৫টি কর্মহীন পরিবারের এক মাসের ঘর ভাড়া মওকুব করেছি।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম